উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁ গ্রামে কার্পেট তৈরির ঘর উদ্বোধন

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁ গ্রামকে কার্পেট গ্রাম নামে পরিচিত। এই গ্রামে কার্পেট তৈরি শিল্পের সাথে এলাকার ১৮ টি স্বনির্ভর দল যুক্ত রয়েছে। এই কার্পেট শিল্পের মান উন্নয়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে ইতিমধ্যেই। গ্রামের স্বনির্ভর দলের মহিলাদের কাজের সুবিধার্থে একশো দিনের প্রকল্প ও চতুর্থদশ কমিশনের উদ্যোগে ৫ লক্ষ ২৪ হাজার টাকা ব্যায়ে একটি কর্মশালা তৈরী করার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মতো এদিন সেই নব নির্মিত কার্পেট তৈরির ঘরের উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন কালিয়াগঞ্জের যুগ্ম বিডিও পরিমল দাস। এই নব নির্মিত ঘড়ে স্বনির্ভর দলের মহিলারা নানা ধরনের কার্পেট তৈরি করে স্বনির্ভর হবে বলে মনে করছেন এলাকার মানুষজন।

এদিন যুগ্ম বিডিও পরিমল দাস জানান, মালগাঁ গ্রামের ১৮ টি স্বনির্ভর দলের মহিলারা যাতে উন্নত মানের কার্পেট বানিয়ে নিজেদের আর্থিক উন্নতি ঘটাতে পারে সেই কারনে একশো দিনের প্রকল্প ও চতুর্থদশ কমিশনের উদ্যোগে ৫ লক্ষ ২৪ হাজার টাকা ব্যায়ে কার্পেট তৈরির একটি ঘড় তৈরী করার হয়। সেই মতো এদিন সেই নব নির্মিত কার্পেট তৈরির ঘড়ের উদ্ধোধন করা হয়। এই নব নির্মিত ঘড়ে স্বনির্ভর দলের মহিলারা নানা ধরনের কার্পেট তৈরি করে স্বনির্ভর হবেন বলে তিনি জানান।